নিজস্ব প্রতিবেদকঃ
ভারত মহাসাগরে বাংলাদেশী পণ্যবাহী একটি জাহাজ সহ জিম্মি ২৩ নাবিক ও ক্রুকে মুক্তি দেওয়ার সংবাদ পাওয়ার পর আনন্দিত ও খুশি নাবিক নাটোরের জয় মাহমুদের পরিবারের সদস্য সহ এলাকাবাসী। কখন কি হয় এই আতংকে দিন কাটিয়েছেন সবাই। ঈদের কোন আনন্দই ছিলনা পরিবারে। সব সময় একটা আতংক কাজ করেছে তাদের মনে। একটি রাতও ভালো করে ঘুমাতে পারেনি পরিবারের সদস্যসহ প্রতিবেশী ও বন্ধুরা কেউ। আজ রবিবার সকালে মুক্তির সংবাদ পাওয়ার পর থেকে আনন্দে ভাসছে সবাই। এখন জয়ের ফিরে আসার অপেক্ষায় সবাই। এক নজর চোখে দেখার অপেক্ষায় রয়েছে জয়ের মা বাবা সহ স্বজনরা। জয়ের স্বজন, প্রতিবেশী ও বন্ধুরা জানান, জয় মাহমুদ সহ ২৩ নাবিক ও ক্রু জিম্মি দশা থেকে মুক্তি পেয়েছে এই সংবাদে তারা যে কি খুশি হয়েছেন তা’ তারা ভাষায় বর্ণনা করতে পারবেন না। তাদের জিম্মি করা হয়েছে এই সংবাদে যেমন জয় মাহমুদের পরিবারের সদস্যরা,স্বজন, বন্ধু ও প্রতিবেশিরা দুঃশ্চিন্তায় নির্ঘুম রাত কাটিয়েছেন তেমনি তাদের মুক্তি পাবার সংবাদে তারা আনন্দের জোয়ারে ভাসছেন। ভবিষ্যতে আর কেউ যেন এমন ভাবে জলদস্যুদের হাতে জিম্মি না হয় সে ব্যাপারে দৃষ্টি দেওয়ার জন্য সরকারের কাছে দাবী জানিয়েছেন।