তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের স্বার্থে কার্বন নিঃসরণ বন্ধ করতে হবে। এ লক্ষ্যে ব্যবহৃত যে কোন প্রযুক্তি হতে হবে পরিবেশ বান্ধব। আজ শুক্রবার সন্ধ্যায় সিংড়া পৌরসভা প্রাঙ্গণে শহরের পরিবহন ব্যবস্থার উন্নয়ন, আধুনিকীকরণ ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের সিংড়া পৌরসভায় পরিবেশ বান্ধব এক ব্যতিক্রমধর্মী পৌরসভা পাবলিক ট্রান্সপোর্ট ও এ্যাম্বুলেন্স সার্ভিস ই-রিক্সা ‘চলো’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ‘চলো’ এর পরিবেশ বান্ধব ফোর হুইলার চারটি ই-রিক্সা ও দুইটি ই-এ্যাম্বুলেন্স এবং ছয়টি থ্রি হুইলার ই-রিক্সা চালিয়ে সিংড়া পৌর এলাকায় একযোগে রোড শো’ অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করা হয়।
সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম, জিআইজেড এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ভেরেনা লাংগে, জিআইজেড, ঢাকা, বাংলাদেশের কনসালট্যান্ট-টুমি মাইকেল ফিংক, ইকলি সাউথ এশিয়া, ঢাকার কান্ট্রি ম্যানেজার জুবায়ের রশিদসহ অন্যান্যরা।
উল্লেখ্য, জার্মানীর জিআইজেড এর গ্লোবাল প্রতিযোগিতায় সিংড়া পৌরসভাসহ শহরের পরিবহন ব্যবস্থার উন্নয়ন, আধুনিকীকরণ এবং গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের ১৩০টি শহর প্রকল্প দাখিল করে। সিংড়া পৌরসভা তৃতীয় স্থান অধিকার করে জিআইজেড এর এক কোটি টাকা অনুদান লাভ করে। এই অনুদানলব্ধ অর্থে পরিবেশ বান্ধব ফোর হুইলার চারটি ই-রিক্সা ও দুইটি ই-এ্যাম্বু^ুলেন্স এবং ছয়টি থ্রি হুইলার ই-রিক্সা চালু করেছে। এই পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা বাস্তবায়নে ১৫ জন চালক নিয়োগ দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। একটি বৈদ্যুৎতিক চার্জ পয়েন্ট ও কল সেন্টারও চালু করা হয়েছে।