জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ৬ হাজার ৭৩১ জন সদস্য পাঠিয়ে আবারও প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ। শনিবার (১২ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬৭৩১ জন শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ পুনরায় প্রথম স্থান অর্জন করেছে।
বাংলাদেশ তিন দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে অংশ নিয়ে বিশ্বে শান্তি রক্ষায় অবদান রেখে চলেছে।
এর আগে ২০১৭ সালে এ তালিকায় তৃতীয় স্থানে ছিল বাংলাদেশ। ১৯৮৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ৪০টি দেশে ৫৮টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে মোট ৬,৭৭২ জন সৈন্য পাঠানো হয়েছে। এই মিশনে দক্ষিণ এশিয়ার সৈন্য সংখ্যা বরাবরই বেশি ছিল।