নিজস্ব প্রতিবেদক:
জাতীয় আদিবাসী যুব পরিষদ জেলা শাখার সভাপতি পরিতোষ মুন্ডার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে জাতীয় আদিবাসী যুব পরিষদ জেলা শাখার ব্যানারে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনকালে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার সভাপতি প্রদীপ লাকড়া, সাধারণ সম্পাদক মুন্ডা কালিদাস রায়, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন পাহান, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল লোহারসহ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, পরিতোষ মুন্ডার জমি রক্ষা, মামলা প্রতিবাদ ও প্রত্যাহারের দাবি জানিয়ে দখলের উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে আদিবাসীদের হয়রানী করা হচ্ছে। আবিাসীদের ভূমি সংক্রান্ত মামলার ধীর গতি, সঠিক প্রজাস্বত্ত আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিতের দাবি জানান।