নিজস্ব প্রতিবেদক:
নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগান নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে নাটোরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম,খামার ব্যাবস্থাপক আব্দুল মান্নান,সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন,সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিউটি খাতুন।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা বলেন, ১৯৮৩/৮৪ অর্থ বছওে দেশে মাছের মোট উৎপাদন ছিল ৭.৫৪ লাখ মেট্রিক টন। ৩৮ বছরের ব্যাবধানে বর্তমানে ৪৬.২১ লাখ মেট্রিক টনে গিয়ে দাঁড়িয়েছে। বর্তমানে জেলায় মোট চাহিদা ৪২ হাজার ৩৭৬ মেট্রিক ট্রনের বিপরীতে উৎপাদন ৬৬ হাজার ৯২৮ মেট্রিক টন। প্রতিদিন নাটোর জেলা থেকে প্রায় দুই শত ট্রাক তাজা মাছ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। আজ থেকে শুরু হওয়া মৎস্য সপ্তাহ চলবে আগামি ২৯ জুলাই শুক্রবার পর্যন্ত চলবে।