জাতীয় শোক দিবসে জেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ব নির্ধারিত স্থানে পাল্টাভাবে জেলা আওয়ামী লীগের কর্মসুচি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্বেচ্ছা সেবকলীগ জেলা কমিটি। আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের পূরাতন বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় একটি দৈনিকের অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন। লিখিত বক্তব্যে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে তারা শহরের কানাইখালী পূরাতন বাসস্ট্যান্ড এলাকায় (জনতা ব্যাংকের সামনে) শহীদদের অস্থায়ী বেদীতে শ্রদ্ধা নিবেদন সহ দিনব্যাপী নানা কর্মসুচি পালনের উদ্যোগ গ্রহণ করেন। সেই উদ্দেশ্যে প্রয়োজনীয় সকল সহযোগিতা চেয়ে গত ১০ আগস্ট স্বেচ্ছাসেবকলীগ জেলা কমিটির পক্ষ থেকে পুলিশ সুপার, পুলিশ সুপার বিশেষ শাখা, জেলা প্রশাসক, উপ-পরিচালক জাতীয় নিরাপত্তা গোয়েন্দাি সংস্থা নাটোর ও সামরিক গোয়েন্দা সংস্থা রাজশাহী বরাবর পত্র প্রেরণের মাধ্যমে অবহিত করা হয়।
পরে স্থানীয় একটি ডেকোরেটারকে নির্ধারিত স্থানে প্যান্ডেল নির্মাণের চুক্তি করা হয়। প্যান্ডেল নির্মাণের জন্য সেখানে গেলে দেখা যায় কে বা কারা উক্ত স্থানে কিছু বাঁশ রেখে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। পরে তারা জানতে পারেন গত ১১ আগস্ট স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল স্বশরীরে উপস্থিত হয়ে তাদের নির্ধারিত স্থানে পাল্টাভাবে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ১৫ আগষ্টের কর্মসুচি ঘোষণা করেছেন। এছাড়া ১২ আগস্টে সংসদ সদস্যের স্বাক্ষরিত ১৫ আগস্ট উপলক্ষে জেলা আওয়ামী লীগের একটি কর্মসুচি ঘোষণা করেছেন। তারা চর দখলের মত জাতীয় শোক দিবসের কর্মসুচিতে পাল্টা কর্মসুচি ঘোষণার নিন্দা জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যেও মধ্যে জেলা স্বেচ্ছা সেবকলীগ জেলা কমিটির সভাপতি খন্দকার ইশতিয়াক আহমেদ ডলার, যুগ্ম সাধারণ সম্পাদক সুপ্রিয় ভৌমিক, সাংগঠনিক সম্পাদক নিয়ন হোসেন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।