নিউজ ডেস্ক :
জাপানের রাজধানী টোকিওর দক্ষিণের একটি শহরে ছুরি হামলায় প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীসহ দুই জন মারা গেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে বাসের জন্য লাইনে দাড়িয়ে থাকা স্কুলের শিশুদের উপর হামলা চালায় এক ব্যক্তি।
কাওয়াসাকি শহরে ওই হামলার ঘটনায় হামলাকারীসহ নিহত হয়েছে ৩ জন। এ হামলায় আহত হয়েছে আরও ১৬ জন। নিহতদের মধ্যে প্রাথমিক স্কুল এক ছাত্রী রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
৫০ বছর বয়সী সন্দেহভাজন ওই হামলাকারী পরে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করে। তবে, হামলার কারণ এখনও জানা যায়নি।
হামলার বিষয়ে জাপানের রাষ্ট্রিয় সংবাদ সংস্থা এনএইচকে জানায়, ঘটনাস্থল থেকে হামলার কাজে ব্যবহৃত দু’টি ছুরি উদ্ধার করেছে পুলিশ।