ডেস্ক নিউজ
পি-রবিতে প্রশাসক বসানোর অনুমতি চেয়ে বিটিআরসির পাঠানো চিঠিতে অনুমোদন দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
বৃহস্পতিবার এই চিঠি বিটিআরসিকে পাঠিয়ে দিয়েছে বিভাগ।
প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা পাওনা দাবি আদায়ে প্রশাসক বসানোর অনুমতি চেয়ে মঙ্গলবার ওই চিঠি টেলিযোগাযোগ বিভাগে পাঠিয়েছিল।
এরমধ্যে এ বিষয়ে নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে গ্রামীণফোন আপিল করে। বৃহস্পতিবার ওই আপিল শুনানির জন্য নিয়ে হাইকোর্ট বিটিআরসির অডিট আপত্তির দাবি আদায়ে দুই মাসের নিষেধাজ্ঞা দেন। বেঞ্চ শুনানির জন্য ৫ নভেম্বর ধার্য করেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার টেকশহরডটকমকে জানান, আমরা দেশের আইনের বিষয়গুলোকে সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে দেখি এবং আদালতের নির্দেশ অনুসারে আমরা কাজ করবো।
বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন টেকশহরডটকমকে জানান, বৃহস্পতিবার বিকাল নাগাদ আদালতের নির্দেশনা তারা হাতে পাননি।