ডেস্ক নিউজ
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ টিমের কাছে সাক্ষাৎকার দেয়ার ঘটনা কেন্দ্র গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় সন্ত্রাসী হামলায় আজ বেলা ১১টায় ১ জন আহতের ঘটনা ঘটেছে।
জানা যায়, উপজেলার জিরাই এলাকর মৎস্যজীবি সমিতির সভাপতি শ্রী শম্ভু মাঝিকে স্থানীয় শাহীন মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে পাশের মহিমাগঞ্জ কোচাশহর বাজারে নিয়ে মধ্যযুগীয় বর্বর নির্যাতন চালায়। নির্যাতনে গুরুত্বর আহত স্বর্গীয় চৈতা হাওলাদারের ছেলে শম্ভু মাঝিকে স্বজনরা উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতােেল ভর্তি করেন।
এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদের মূখপাত্র এ্যাডভোকেট সুমন চন্দ্র রায় ও বাংলাদেশ হিন্দু সেবক সংঘের সাধারণ সম্পাদক রাজীব কুমার ভদ্র। বাবু শ্রী রাজিব ভদ্র জানায়, শম্ভু মাঝির চিকিৎসা ও আইনি সহযোগীতা দেয়া হবে। বাবু সমন চন্দ্র রায় এ প্রতিনিধিকে বলেন, সংখ্যালঘু পরিবার জিম্মি করার ঘটনায় শাহীন মিয়াসহ কোন সন্ত্রাসীকে ছেড়ে দেয়া হবেনা। এ ঘটনায় শাহীন মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।