অবশেষে বৃহস্পতিবার বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা তাদের বহুল প্রত্যাশিত সম্পূর্ণ বৈদ্যুতিক পিকআপ ট্রাক উন্মোচন করেছে।
মোড়ক উন্মোচন না হওয়া পর্যন্ত সিইও এলন মাস্ক ইঙ্গিত দিয়েছিলেন যে নতুন গাড়িটির ডিজাইন ট্র্যাডিশনাল ট্রাক যারা পছন্দ করেন তাদের কাছে ভাল নাও লাগতে পারে। সংবাদমাধ্যমের এবং বাজারের প্রাথমিক প্রতিক্রিয়ার ভিত্তিতে তিনি সঠিক ছিলেন। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের স্টেজ ডেমন্সট্রেশনের সময় দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
গাড়িটির বেসিক দাম ধরা হয়েছে $৩৯,৯০০।
তবে আরও শক্তিশালী ব্যাটারি এবং উন্নত পারফরম্যান্স সহ সংস্করণগুলি $ ৪৯,৯০০ এবং $ ৬৯,৯০০ এর মধ্যে পাওয়া যাবে। ড্রাইভার এসিস্ট প্রযুক্তি, অটোপাইলট সবগুলো সংস্করনেই থাকবে।
২০২১ সালের শেষের দিকে ট্রাকটির একটি মোটর ও রিয়ার-হুইল ড্রাইভ সংস্করণটির উত্পাদন শুরু হবে বলে বৈদ্যুতিক গাড়ি সংস্থাটি আশা করে। ২০২২ সালের শেষের দিকে এর দুই মোটর এবং তিন মোটর অল-হুইল-ড্রাইভ সংস্করণ উত্পাদন শুরু হবে।
টেসলার সাইবার ট্রাকের ডিসাইন দেখে কোনভাবেই বোঝার উপায় নাই যে এটি একটি পিকাপ ট্রাক। এটির পিছনের অংশটি ৬.৫ ফুট লম্বা। ট্রাকটিতে টোটাল ৬ জন বসা যায়। এর ক্যাপাসিটি ১০০ কিউবিক ফুট। বাটন প্রেস করে পিছনের হ্যাঁচটি খোলা যায়। ইলন তার টুইটার এ বলেছেন এই হ্যাচ কভারটি সোলার প্যানেল হিসেবেও ব্যাবহার করা যাবে। এই প্যানেল দিনে ১৫ মেইল পর্যন্ত এক্সট্রা মাইলেজ দেবে ট্রাকটিকে।
এলন মাস্ক ক্লাইম করেন যে ট্রাকটি বুলেটপ্রুফ। স্পেশালি এটি এর ৩মিমি আল্ট্রা হার্ড স্টেইনলেস ষ্টীলের গ্লাস দিয়ে ৯মিমি বুলেট রোধ করতে পারবে।