ডেস্ক নিউজ
প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় রাজধানীর আগারগাঁওয়ে বিসিসি ভবনে এক সেবা, এক পে, এক শপ সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। তিনি বলেন, আগামী ২০২১ সাল নাগাদ ডিজিটাল সব সেবা জনগণের কাছে আরও সহজলভ্য হবে।
জয় বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে জাতিসংঘ ডিজিটাল সূচকে পঞ্চাশের মধ্যে জায়গা করে নেবে। এই সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান একশো পনেরো। অনুষ্ঠানে ই- গভর্নেন্স মাস্টারপ্ল্যানের মোড়কও উন্মোচন করেন সজীব ওয়াজেদ জয়। এক সেবা, এক পে সার্ভিসের সার্ভিসের মাধ্যমে বিভিন্ন সেবা সংক্রান্ত তথ্য, গ্যাস-পানি-বিদ্যুৎ বিলসহ পণ্য কেনাকাটা করতে পারবেন নাগরিকরা।