নিউজ ডেস্ক
দেশের ভোক্তারা যেন তাদের সঠিক অধিকার লাভ করতে পারে এর জন্য কাজ করে চলছে সরকার। রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির জন্য চারটি রেস্টুরেন্ট ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসিকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৫ জুলাই) অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের তত্ত্বাবধানে সহকারী পরিচালক আফরোজা রহমান ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল এ অভিযান চালান।
অধিদপ্তর থেকে জানানো হয়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রক্রিয়াকরণের অপরাধে পল্লবী হোটেলকে ১০ হাজার, ফারুক হোটেলকে ১০ হাজার, হট প্লেটকে ৫০ হাজার ও ঝাল হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ফ্যামিলি ফার্মাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ৫টি প্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।