নিজস্ব প্রতিবেদক:
ঢাকা ও নাটোরসহ দেশের বিভিন্ন থানার একাধিক মামলার পলাতক আসামী আওয়ামী সন্ত্রাসী এনায়েত করিম রাঙ্গাকে নাটোরের সিংড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলার ছোট বাঁশবাড়িয়া গ্রাম থেকে তাকে প্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এনায়েত করিম রাঙ্গা (৪৮) ঢাকার
৩৫৬ ফ্রি স্কুল স্ট্রীট কলাবাগান এলাকার মৃত হাজী জসীম উদ্দীনের ছেলে। এক প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য জানান নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে।
প্রেস রিলিজের মাধ্যমে বলা হয়,ঢাকার দুর্ধর্ষ আওয়ামী সন্ত্রাসী এনায়েত করিম রাঙ্গা গত ৫ আগস্টের পর গা ঢাকা দিয়ে আত্মগোপনে চলে যান তিনি।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ডিএমপির বনানী, ডিএমপির সুত্রাপুর, নাটোরের সিংড়াসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাই-আগস্ট বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনকে দমন করার জন্য গ্রেফতারকৃত এনায়েত করিম রাঙ্গাকে অর্থ দিয়ে সহযোগিতা করারও অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাকে গ্রেফতার হরে সিংড়া থানা পুলিশ। রাঙ্গাকে আদালতে প্রেরণ করা হয়েছে।