ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ছোট ভাই ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাজিদুল হক প্রধান ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশও তার নিখোঁজের বিষয়ে কূলকিনারা করতে পারেনি। এ অবস্থায় ভাইয়ের সন্ধান পেতে সকলের সহযোগিতা চেয়েছেন ওই শিক্ষক।
নিখোঁজ মাজিদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগের ছাত্র ছিলেন। তবে তিনি পড়াশোনা শেষ করতে পারেননি। পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্সে। ম্যানেজম্যান্ট বিভাগের সান্ধ্য কোর্সের (ইএমবিএ) ছাত্র তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি গত ২০ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছেন। ওইদিন অমর একুশে হলের পাশের শিক্ষক কোয়ার্টার থেকে বের হন তিনি। তবে রাত সাড়ে ৮টার পর থেকে তার আর সন্ধান পাওয়া যায়নি।
মাজিদুলের ভাই মো: মাহিদুল হক প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক। কেউ সন্ধান পেলে তার মোবাইল নম্বরে (০১৭১৯১২৫৫২০) যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তিনি।
এ বিষয়ে মাহিদুল হক প্রধান বলেন, ‘গত ২০ সেপ্টেম্বর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে পুলিশকে জানিয়েছি, জিডি করেছি। বিশ্ববিদ্যালয়েরর সবাই অনেক সহযোগিতা করছে। কিন্তু এখনো খোঁজ মেলেনি।’
তিনি বলেন, ‘তার নিখোঁজের কারণ কী হতে পারে সে বিষয়ে কোনো ধারণা করতে পারছি না। ঘটনার দিন থেকেই মোবাইল ফোন বন্ধ পাচ্ছি। কোনো জায়গা থেকে ফোনও আসেনি।’
জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘তিনি হয়তো আশেপাশেই আছেন। তবে মোবাইল নম্বর বন্ধ থাকায় তাঁর অবস্থান শনাক্ত করা যাচ্ছে না। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি।’