নাটোর প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া খাতুন হত্যা মামলার প্রধান আসামি সুমাইয়ার স্বামী মোস্তাক হোসেন ও তার পিতা জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশ সুপারের অফিসের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। পুলিশ সুপার জানান, গত ২১ জুন সুমাইয়াকে হত্যার পর মরদেহ নাটোর সদর হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় সুমাইয়ার শ্বশুর বাড়ীর লোকজন। খবর পেয়ে সুমাইয়ার মা ও পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে মেয়ের মরদেহটি দেখতে পায়। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন।
এরপর রাতে সুমাইয়ার মা নুজহাত বেওয়া বাদী হয়ে সুমাইয়ার স্বামী, শ্বশুর, শ্বাশুড়ী ও ননদ সহ চারজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে পর দিন শ্বাশুড়ী সৈয়দা বেগম ও ননদ যুথি খাতুনকে গ্রেফেতার করে পুলিশ। এসময় মুল আসামি মোস্তাক ও জাকির হোসেন পালিয়ে যায়। পরে পুলিশ তাদের গ্রেফতারে ৮টিম গঠন করে মাঠে নামে। অভিযানের এক পর্যায়ে বগুড়ার নন্দীগ্রাম থেকে স্বামী মোস্তাক হোসেন ও রাজশাহীর চারঘাট থেকে শ্বশুর জাকির হোসেনকে গ্রেফতার করে। বর্তমানে গ্রেফতারকৃত মোস্তাক ও জাকির হোসেনকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে।