নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্বশুড় আবুল কাশেম ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার রাত ১১ টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাষ ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) প্রতিমন্ত্রী পলক তার ফেসবুক আইডিতে এই মৃত্যুর সংবাদ জানিয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছেনন তিনি।
প্রতিমন্ত্রী পলকের সহধর্মিনি জেসমিন আক্তার কনিকা জানান, তারা বাবা বেশ কিছুদিন ধরেই অসুস্থ্য ছিলেন। গতকাল তিনি বেশী অসুস্থ্য বোধ করলে দ্রুত তাকে ঢাকায় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। তিনি তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। শুক্রবার মরদেহ নাটোরের সিংড়ায় তার নিজ বাড়ীতে নিয়ে আসা হবে।
উনার মৃত্যুতে নাটের জেলা আওয়ামী লীগ,উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক জানিয়েছেন।