সারাদেশের সব অনুমোদনহীন হাসপাতালের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। অনুমতি ছাড়া কোনো হাসপাতাল পরিচালনা করতে দেয়া হবে না বলেও জানান তিনি।
মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে সার্জারি বিভাগের উদ্বোধনের পর এ হুঁশিয়ারি দেন তিনি।
ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, সারাদেশের অনুমোদনহীন হাসপাতালের তালিকা তৈরির বিষয়টি সমাসাপেক্ষ ও দুঃসাধ্য। এছাড়াও লোকবল সঙ্কট রয়েছে। সীমাবদ্ধতার মধ্যেও পুরো চট্টগ্রামের তালিকা শেষ হয়েছে।
রাজশাহী ও বরিশালেরও তালিকা শেষের পথে বলে জানান ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
তিনি বলেন, অনুমোদনহীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। একেবারেই অনুমোদন নেই বা অনুমোদনের জন্য আবেদন করেছে তাদের বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে।