ডেস্ক নিউজ
সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের মাধ্যমে তুরস্কের সাথে সম্পর্ককে আরো শক্তিশালী করতে চায় বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের সাথে বিদায়ী সাক্ষাৎ করতে এলে বাংলাদেশের এ আগ্রহের কথা তুলে ধরা হয়।
এতে উভয় পক্ষ রাজনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা, সংস্কৃতিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়। পররাষ্ট্রমন্ত্রী বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রতিরক্ষা, জ্বালানি ও গ্যাস অনুসন্ধানে তুরস্কের সহযোগিতাকে স্বাগত জানান। কক্সবাজারে ফিল্ড হাসপাতাল স্থাপনসহ বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেয়ায় তুরস্কের ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি সম্প্রতি আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার প্রক্রিয়া নিয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আঙ্কারার একটি সড়কের নামকরণের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান জানান পররাষ্ট্রমন্ত্রী।