নাটোর প্রতিনিধি: তৃতীয় দফায় উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নাটোরের সিংড়া পৌরসভায় নির্বাচনে ভোট গ্রহন শুরু হয়েছে।
আজ শনিবার সকাল ৮ টা থেকে ১২ টি কেন্দ্রের মাধ্যমে এই পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে একটানা বিকেল ৪ টা পর্যন্ত। শীত উপেক্ষা করে সকাল থেকেই ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিচ্ছে।
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ২২ বর্গ কিলোমিটার আয়তনের ১২ টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৬৭৫৭ জন। সিংড়া পৌরসভায় মেয়র পদে ২ জন ,সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে জেলা প্রশাসন সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তিন স্তরের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এবারের পৌরসভার ভোট গ্রহণ চলছে।