ডেস্ক নিউজ
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে ত্রাণ নিতে আসা শিখা নামের এক মহিলা ও আশরাফ নামের এক ভ্যানচালক বৃদ্ধাকে ঘাড় ধাক্কা দিয়ে লাঞ্চিত করে তাড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে আড়ানীতে সমালোচনার ঝড় বইছে।
জানা যায়, করোনা ভাইরাসকে কেন্দ্র করে আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী সোমবার সকালে ত্রাণ বিতরণ কর্মসুচীতে ত্রাণ নিতে লাইন ধরে দাঁড়িয়ে ছিলেন হতদরিদ্র মানুষেরা। এসময় পাইলটের স্ত্রী শিখা ও ভ্যানচালক আশরাফ ত্রাণ নিতে এগিয়ে গেলে আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী পাইলটের স্ত্রী শিখা ও ভ্যানচালক আশরাফকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমন ভিডিও ফুটেজ পাওয়া গেছে।ঙ
ভুক্তভোগী ভ্যানচালক আশরাফ জানান, আড়ানী পৌরসভার ৪নং ওয়ার্ডের অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে শুনে আমি কিছু খাদ্য সামগ্রী পাওয়া যাবে এই আশায় সেখানে ত্রাণ নিতে গেলে আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে থাপ্পড় মারতে মারতে সেখান থেকে তাঁড়িয়ে দেন।
পরে এবিষয়টি নিয়ে আড়ানী পৌরসভার রাজনৈতিক আঙ্গনে সমালোচনার ঝড় উঠে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ত্রাণ বিতরণের সময় নিজেদের লোক বেছে বেছে ত্রাণ দেওয়া সমুচিত হয়নি। লোক দেখানো এই মানবতা মহত্বের লক্ষ্মণ নয়। এতে আল্লাহর সন্তুষ্টি ও মানুষের দোয়া পাওয়া যায় না।
এ বিষয়ে আড়ানী পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুল ঘটনাটি স্বীকার করে বলেন, আজ সকালে পৌরসভার ৪নং ওয়ার্ডে সরকারি ত্রাণের সাথে এলাকার বিত্তবানদের ত্রাণ একসাথে করে বিতরণ করা হয়।এ সময় আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী ভ্যানচালক আশরাফ এবং পাইলট নামের এক ব্যক্তির স্ত্রী শিখাকে চড় থাপ্পড় মারেন এবং সেখান থেকে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। পরে ৪নং ওয়ার্ড কমিশনার মোজাম্মেল ভ্যানচালক আশরাফ কে ৫ কেজি চাউল কিনে দেন। তবে ঘটনাটি খুবই দুঃখ জনক, আমি খুবই লজ্জিত জানি না মেয়র সাহেব কেনো তাদের গায়ে হাত তুললেন ।
এ বিষয়ে আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী বলেন, আড়ানী পৌরসভায় সরকারি ত্রাণের সাথে এলাকার বিত্তবানদের ত্রাণ এক যায়গায় করে পৌরসভার তিনটি ভেন্যুতে বিতরণ করা হয়েছে সেখানে কোন মারামারি বা কাওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে এসব বিষয়ে আপনাদের মাথা ঘামানোর প্রয়োজন নাই। আমি কাকে ত্রাণ দিবো আর কাকে দিবো না সেটা আমার ব্যাক্তিগত ব্যাপার।