ডেস্ক নিউজ
চট্টগ্রাম নগরীর ১৬টি থানায় অক্সিজেন ব্যাংক চালু করছে নগর পুলিশ। থানাগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার মজুদ থাকবে। করোনা আক্রান্ত কোনো রোগী থানায় যোগাযোগ করলে বিনামূল্যে পাবেন সিলিন্ডার। গ্যাস ফুরিয়ে গেলে থানা থেকেই করা যাবে রি-ফিলিং। গতকাল বুধবার নগর পুলিশের এডিসি শাহ মো. আবদুর রউফ জানান, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নগর পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে।