দরিদ্রদের ১৩ বস্তা সরকারী চাল চুরি করে অন্যত্র বিক্রির দায়ে নাটোরের সিংড়ার সুকাশ ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য মোঃ শাহিন শাহকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়। আজ রবিবার মন্ত্রনালয়ের উপ-সচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরীত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়। বিষয়টি নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গড় ৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে চাল ব্যবসায়ী গোলাম হোসেন চাল কিনে নিয়ে যাওয়ার পথে সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় ৮ বস্তা চালসহ স্থানীয়রা তাকে আটক করে। পরে তারা প্রশাসনকে বিষয়টি জানায়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে বোয়ালিয়া ক্লাব থেকে আরো ৫ বস্তা চাল উদ্ধার করা হয় এবং ইউপি সদস্য শাহিন শাহ্ ও ডিলার লেবুকেও আটক করা হয়। অভিযানে সর্বমোট ১৩ বস্তা চাল জব্দ করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছে।