করোনা ভাইরাস সংক্রমন রোধে নাটোরে লকডাউর ঘোষনার পর বন্ধ হয়ে যায় সকল ব্যবসা প্রতিষ্ঠান। এরপর থেকে জরুরী সেবা ছাড়া সকল কিছু বন্ধ ছিলো। সরকারী সিদ্ধান্ত মেনে আজ রবিবার সকাল ১০ টার পর থেকে নাটোরের ব্যবসা প্রতিষ্ঠান খোলা শুরু হয়েছে। এদিকে দোকান খোলার সাথে সাথেই ক্রেতাদের আসতে দেখা গেছে দোকানে। নাটোরের জেলা প্রশাসন মোঃ শাহরিয়াজ বলেন, সরকারী সিদ্ধান্ত মোতাবেক নাটোর জেলাকে লকডাউন ঘোষনা করা হয়।
এরপর মানুষজনের চলাচল সহ যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পবিত্র ঈদকে সামনে রেখে সাধারন ব্যবসায়ীদের কথা বিবেচনা করে সরকার আজ থেকে নির্ধারিত সময়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে। সেই নির্দেশনায় আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত হয়। তবে এরপর যদি কোন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।