নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ৬ বছর পর রাজশাহী জেলার তানোর থানার শহীদুল হত্যাকান্ডের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ময়েজ উদ্দিনকে নাটোর থেকে গ্রেফতার করেছে র্যাব-৫। গতকাল শুক্রবার মধ্য রাতে জেলার বাগাতিপাড়া থানার মন্ডলপাড়া গ্রামের তার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আজ শনিবার বেলা ১২ টার দিকে র্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্প থেকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
র্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, ২০১৬ সালের নভেম্বর মাসে আসামী ময়েজ উদ্দিন কতিপয় ব্যক্তি সহকারে শহীদুল ইসলামকে হত্যা করে ধান ক্ষেতে ফেলে রাখে। পরবর্তীতে শহীদুলের স্ত্রী মোছাঃ সফেরা বেগম বাদী হয়ে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে ময়েজ উদ্দিন পলাতক ছিল। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল নাটোরের বাগাতিপাড়া থানার মন্ডলপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকার একটি বাড়ি থেকে ময়েজ উদ্দিনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী ময়েজ উদ্দিন জিজ্ঞাসাবাদে শহীদুল হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে গ্রেফতারকৃত আসামী ময়েজ উদ্দিনকে রাজশাহী জেলার তানোর থানায় হস্থান্তর করা হয়েছে।