ডেস্ক নিউজ
জাপানের সঙ্গে সম্পর্কোন্নয়নে বিশেষ ভূমিকার জন্য দেশটির সম্রাটের দেওয়া এ বছরের ‘অর্ডার অব দ্য রাইজিং সান’ সম্মাননা পাচ্ছেন দুই বাংলাদেশি মতিউর রহমান এবং মো. আবু সাঈদ। জাপান সরকার বৃহস্পতিবার এ বছরের সম্মাননার জন্য বিদেশিদের নাম ঘোষণা করে বলে দেশটির দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মতিউর রহমান ‘জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই)’ প্রথম সভাপতি। আর মো. আবু সাঈদ বাংলাদেশে ‘কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন’-এর সাবেক কান্ট্রি ম্যানেজার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপান এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সংযোগ ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর জন্য ‘দ্য অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রেইস উইথ রোজেট’ পাবেন ব্যবসায়ী মতিউর রহমান। জাপান দূতাবাস বলেছে, জেবিসিসিআই প্রতিষ্ঠায় ভূমিকা রাখার পাশাপাশি জাপানি কোম্পানিগুলোর জন্য ব্যবসার পরিবেশ
তৈরি করে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়াতে ভূমিকা রেখেছেন তিনি। তার অব্যাহত ভূমিকার ফলে বর্তমানে বাংলাদেশে তিন শতাধিক জাপানি কোম্পানি কাজ করছে এবং গত ১০ বছরে এর সংখ্যা তিনগুণ বেড়েছে।
উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসিয়েশনেরও সভাপতি।
অন্যদিকে কুমিল্লা ও চট্টগ্রামে থাকা বিশ্বযুদ্ধে নিহত জাপানিদের কবরগুলো দেখভাল করায় ‘দ্য অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার রেইস’ সম্মাননা পাচ্ছেন মো. আবু সাঈদ। তিনি ১৯৮৭ সাল থেকে ৩৩ বছর কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের কান্ট্রি ম্যানেজারের দায়িত্ব পালন করেন।
জাপান দূতাবাস বলেছে, কোনো ধরনের বৈষম্য না করে কমনওয়েলথ দেশগুলোর সৈনিকদের পাশাপাশি জাপানিদের কবরের যত্ন নিয়েছেন সাঈদ। এর আগে ২০১৫ সালেও জাপান দূতাবাসের পক্ষ থেকে সম্মাননা পেয়েছিলেন তিনি।