কোন রকম সামাজিক নিরাপদ দুরত্ব বজায় না রেখেই দুই সহস্রাধিক পরিবহন শ্রমিককে খাদ্য সহায়তা দিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলেিগর সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম পিপি, পৌরসভার মেয়র উমা চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী।
বিতরণকালে এমপি শিমুল বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি নির্দেশনায় সারাদেশে গণপরিবহন বন্ধ রয়েছে। এতে করে পরিবহন সেক্টরের শ্রমিকরা আয়-রোজগার হীন হয়ে পড়েছে। সেই দিক বিবেচনা করে তার নিজস্ব তহবিল থেকে তাদের খাদ্য সহায়তা দেওয়া হয়। এদিকে খাদ্য সহায়তরা বিতরণের পূর্বে স্টেডিয়াম এলাকায় বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। তারা তাদের সমিতির তহবিল থেকে সহযোগিতার আশা করেন। পরে সংসদ সদস্য বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়।