শিল্পা শেট্টি বলিউডের এক জনপ্রিয় অভিনেত্রী ৷ একের পর এক সুপাহিট ছবি দর্শকদের তিনি উপহার দিয়েছেন ৷ কখনও ম্যায় খিলাড়ি তু আনাড়ি, তো কখনও আও প্যায় করে-সহ একাধিক ছবিতে মন জয় করেছেন ৷ যেমন শিল্পা তেমনই তাঁর বোন শমিতা শেট্টিও বেশ কয়েকটি ছবিতে মন জয় করেছেন ৷
বিশেষত মোহাব্বতে ছবিতে এক মন মাতানো অভিনয়ের মাধ্যমে দর্শকদের বেশ কাছাকাছি এসেছিলেন ৷ তবে অভিনয়ের সঙ্গে যেমন নাচগান নিয়ে দর্শকদের কাছাকাছি এসেছিলেন ৷ তেমনই শিল্পা ও তাঁর বোন বিশেষ ভাবে ওয়ার্কআউট বা ব্যায়াম করেন তাঁরা ৷ বিশেষত তাঁদের তুমুল ফিটনেসের পিছনে আর যাই হোক তাঁদের কঠোর পরিশ্রম রয়েছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই ৷
একটি ভিডিওতে শারীরিক কসরৎ করছেন শিল্পা ও তাঁর বোন শমিতা সেই ভিডিওটি বাপক সাড়া ফেছেছে ফেসবুকে ৷ ভিডিওটির জন শমিতা তাঁর জামাইবাবু অর্থা সিল্পা শেট্টির স্বামী রাজকুন্দ্রাকে ধন্যবাদও জানিয়েছেন ৷