দুবাই এয়ারপোর্টে ১২৬ জন বাংলাদেশি যাত্রী আটকা পড়েছেন। তাদের দুবাইয়ে ঢোকার অনুমতিপত্র না থাকায় এই পরিস্থিতির শিকার হতে হয়েছে বলে জানা গেছে।
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট বিষয়টি নিশ্চিত করেছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে দুবাইয়ের ফ্লাইটটি অবতরণ করে। স্থানীয় ভিসা থাকায় ১৮ জন যাত্রী তাদের স্পন্সরের জিম্মায় দুবাই ঢোকার সুযোগ পেলেও বাকিরা এখনো আটকা পড়ে আছেন এয়ারপোর্টে।
তাদের এয়ারপোর্ট থেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে। তবে বাকি ১০৮ জন যাত্রীকে দেশেই ফিরতে হবে বলে ধারণা করা হচ্ছে।