ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ, ওই শিক্ষার্থীর বোনের সাবেক স্বামী জামিরুল ও সহযোগীদের পাশবিক নির্যাতনের কারণে আত্মহত্যা করেছেন তিনি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
স্বজনরা জানান, শৈলকূপার শেখপাড়া গ্রামের উলফাৎ আরা তিন্নির বড় বোন মুন্নীকে আবার ফিরিয়ে নিতে চাপ দিচ্ছিলো প্রাক্তন স্বামী জামিরুল। এর জেরে বৃহস্পতিবার রাতে তাদের বাড়ি এসে ঘরে ভাংচুর চালায়। এ সময় চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এলে পালিয়ে যায় জামিরুল ও তার সহযোগীরা।
কিছুক্ষণ পর তিন্নির কোনো সাড়া না পেয়ে তার কক্ষের দরজা ভেঙে ভিতরে গিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেলে নেয়া হলেও বাঁচানো যায়নি।