নারীর প্রতি সহিংসতা ও নিপীড়ন বন্ধ এবং সারাদেশের চলমান ধর্ষণের বিচার নিশ্চিতের দাবীতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২ টার দিকে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোরের ব্যানারে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারন সম্পাদক গোলাম রাব্বানী,যুগ্ম সম্পাদক রিপন সরকার,ছাত্রী বিষয়ক সম্পাদক সুমাইয়া সুমি,উপ প্রচার সম্পাদক মতিউর রহমান সহ অন্যান্য শিক্ষার্থীরা।
এসময় বক্তারা বলেন, দেশে প্রতিদিন কোন না কোন স্থানে নারী ধর্ষণের শিকার হচ্ছে। নারীরা আজ কোন স্থানেই নিরাপদ না। একজন নারী তার প্রয়োজনে বাড়ী থেকে বের হতে ভয় পায়। পরিবারের সদস্যরা সবসময় আতংকে থাকে তাদের বাড়ীর মেয়ে,বৌ এমনকি শিশু কন্যাও সুস্থ্যভাবে বাড়ীতে ফিরে আসবে কিনা। বর্তমান পরিস্থিতিতে তারা মনে করেন ধর্ষনের সঠিক বিচার হচ্ছে না। আইনের সঠিক ব্যবহার হচ্ছেনা। সেকারনে দেশে ধর্ষণের মত নোংড়া ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তাই তারা দাবী করেন ধর্ষকদের দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া হোক।