নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি বিচ্ছিন্ন পিকেটিং এর মাধ্যমে দ্বিতীয় দিনের মত পালিত হচ্ছে নাটোরে। অবরোধ চলাকালীন সময়ে আজ রবিবার সকালে সদর উপজেলার একডালা এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে বিএনপির কোন নেতা কর্মিরা ট্রাকে ইটপাকেল নিক্ষেপ করে। এ সময় ছাত্রদলের ব্যানারে ঝটিকা মিছিল বের করে তারা। এছাড়া নাটোর থেকে দুরপাল্লার ও আন্তঃজেলা গণপরিবহনগুলো বন্ধ রয়েছে। সকাল থেকেই বিপাকে পড়েছে শিক্ষার্থী ও অফিসগামী যাত্রীরা। গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে তাদের। অবরোধ কর্মসুচিকে কেন্দ্র করে জেলার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে আইন রক্ষাকারী বাহিনী সদস্যরা নিয়োজিত রয়েছে।