নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের দিকে ভারত, চীন, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া সহ অনেক উন্নত দেশ তাকিয়ে আছে। আমাদের দেশের নির্বাচন হবে, এতে সবার ঘুম হারাম কেন? মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দৌড়াদৌড়িও দেখেছি। আমরা লক্ষ্য করেছি, দেশের মানুষের প্রতি বিশ্বাস ও আস্থা রাখতে না পেরে বিদেশী পরাশক্তির মাধ্যমে বাংলাদেশের নির্বাচনকে বন্ধ করতে বা প্রশ্নবিদ্ধ করতে অপচেষ্টা চালাচ্ছে বিএনপি-জামায়াত।
নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জুনাইদ আহমেদ পলককে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রবিবার বিকেলে গোল-ই আফরোজ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য প্রার্থী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান,সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস সহ আওয়ামী লীগ ও তার বিভিন্ন অংগসংগঠনের নেতা কর্মিরা।