নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাড়ে ১৫ বছর ধরে বাংলাদেশের সংকটে ,দূর্যোগময় পরিস্থিতিতে , বাংলাদেশের গনতন্ত্রের ও দেশের মানুষের অধিকার আদায়ে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও জনগনকে সাথে নিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়ে বাংলাদেশে আবার গনতন্ত্র ফিরিয়ে এনেছে। তিনি আজ ববৃহস্পতিবার দুপুরে নাটোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সমাবেশে এসব কথা বলেন তিনি। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তলণ শেষে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করে দলের নেতা কর্মিরা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন,যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদসহ নেতা কর্মিরা।