নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদের ৩০৮ সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি শুভাগমন উপলক্ষ্যে নাটোরে সংবর্ধনা ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ও আয়নাল হকের ম্যুরালে পুস্পমাল্য অর্পণ করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি। পরে বনপাড়া বাজারে বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম পৌর মেয়র কে, এম জাকির হোসেন,জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুলাহ বিন কুদ্দুস, বড়াইগ্রাম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ দলীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, গুরুদাসপুর, বড়াইগ্রামের থানা পৌর ও উপজেলার সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে রাজনীতি করতে হবে। দলের ভিতর কোন বিভেদ থাকবে না। তবেই বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।