ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে, সোমবার মন্ত্রিসভায় উত্থাপন হবে।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানিয়েছেন।
গতকাল আইনমন্ত্রী জানিয়েছিলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, জনদাবির প্রেক্ষিতে বিষয়টির ভাল মন্দ দিক বিবেচনা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।