ডেস্ক নিউজ
রাজধানীর ধানমন্ডিতে একটি বাড়ির গৃহকর্ত্রী ও গৃহকর্মীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সন্ধ্যার পর ধানমন্ডি ১৫ নম্বর সড়কের ২৮ নম্বর বাসার এফ-৪ ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাড়ির গৃহকর্ত্রী আফরোজা বেগম (৬৫) ও গৃহপরিচারিকা দিতি। নিহত আফরোজা মনির উদ্দিন তারিম নামে এক শিল্পপতি ও গার্মেন্ট ব্যবসায়ীর শাশুড়ি বলে জানা গেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মনিরের বডিগার্ড বাচ্চুকে হেফাজতে নিয়েছে পুলিশ।
এদিকে বিকালে ২১ বছর বয়সী নতুন এক কাজের মেয়েকে বাসায় নিয়োগ দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, সেই মেয়েরও এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা থাকতে পারে।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, ‘দরজা ভেঙে ভেতরে ঢুকে দুই রুমে দুজনকে গলাকাটা অবস্থায় দেখা যায়। রাত পৌনে নয়টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা পুরো বাড়িটি ঘিরে রেখে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছে।