বিশেষ প্রতিবেদক
নওগাঁর মহাদেবপুরে একটি মাছ বোঝাই মিনি ট্রাক ও দুইটি পিকআপ কাভার্ড ভ্যানের মুখোমুখি ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই এক জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। আজ বুধবার ভোরে মহাদেবপুর উপজেলার সোনাপুর এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর উপজেলার সোনাপুর নামক স্থানে এই দূর্ঘটনায় ট্রাক ও পিকআপ দুইটি দুমড়ে মুচড়ে যায়। আহতদের নওগাঁ সদর হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল জানান, আহতদের ২ জনের অবস্থা আশংকাজনক। তবে নিহত ও আহতদের কারও পরিচয় জানা যায়নি।