নিউজ ডেস্ক:
ঘূর্ণিঝড় ফণীর রেশ কাটতে না কাটতে আগামি ৪৮ ঘণ্টার মধ্যে আঘাত হানতে যাচ্ছে নতুন ঘূর্ণিঝড় ‘বায়ু’।
এর আগে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে এটি লাক্ষাদ্বীপের আমিনিদিভি থেকে ২৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থান করছিল এটি।
জানা গেছে, ঘূর্ণিঝড়টি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারতের গুজরাট উপকূলের পোরবন্দর এবং মাহুবায় ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে। এরইমধ্যে ভারতের আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে।
ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, প্রবল শক্তি নিয়ে ক্রমশ উত্তরের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘বায়ু’। ১৩ জুন আছড়ে পড়বে এটি।