বগুড়ার নন্দীগ্রামে প্রায় ৫ লাখ টাকার সিগারেট চুরি মামলায় শিক্ষকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪ লাখ ৩২ হাজার টাকা মূলের সিগারেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিজরুল গ্রামের তবিবর রহমানের ছেলে ও নন্দীগ্রামের থালতা মাঝগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আইনুল ইসলাম ও তার সহযোগী নাটোরের সিংড়া উপজেলার ধাপকুড়ইল গ্রামের ময়েন উদ্দিনের ছেলে শাহ আলম। গত রাতে নাটোরের সিংড়া উপজেলার কুড়িপাকিয়া গ্রামের একটি বাড়ি থেকে সিগারেটগুলো উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়। মামলা সুত্রে জানা যায়, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সিধইল গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে মহিদুল ইসলাম বাবু সিগারেটের ডিলারশিপ নিয়ে নন্দীগ্রাম আদর্শ মার্কেটে পাইকারী ব্যবসা করে আসছেন দীর্ঘ দিন ধরেই।
গত ২৯ মে জুম্মার নামাজের সময় তার গুদাম থেকে ৪ লাখ ৩২ হাজার টাকা মূল্যের কয়েক কাটুন সিগারেট চুরি হয়ে যায়। পরে সে নন্দীগ্রাম থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। এরপর নন্দীগ্রাম থানার উপ পরিদর্শক মোহম্মদ আলী মাসুম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে গত ৩ জুন বৃহস্পতিবার রাতে ব্যবসায়ী মহিদুল ইসলাম বাবু বাদী হয়ে নন্দীগ্রাম থানায় চুরির অভিযোগে একটি মামলা দায়ের করেন। নন্দীগ্রাম থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী মাসুম জানান, এই চুরির রহস্য উদঘাটনের জন্য তারা বিভিন্ন স্থানে অভিযান চালায় । অভিযানের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের সিংড়া উপজেলার কুড়িপাকিয়া গ্রামের একটি বাড়িতে তল্লাশী চালায় পুলিশ। তল্লাশীকালে ওই বাড়ী থেকে চুরি হওয়া সিগারেট গুলো উদ্ধার করা হয়। এ সময় চুরি ঘটনায় জড়িত বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিজরুল গ্রামের তবিবর রহমানের ছেলে আইনুল ইসলাম ও নাটোরের সিংড়া উপজেলার ধাপকুড়ইল গ্রামের ময়েন উদ্দিনের ছেলে শাহ আলমকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের আজ বৃহস্পতিবার বগুড়া আদালতে প্রেরণ করা হলে তাদের কারাগারে প্রেরণের নির্দেণ দেন বিচারক।