কেরানীগঞ্জে রাস্তার পাশে বাজারের ব্যাগের ভেতর থেকে একদিনের মেয়ে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক।
ফুটফুটে শিশুটিকে পাওয়া যায় রাস্তার পাশে কাপড়ে মোড়ানো অবস্থায়।
কেরানীগঞ্জে ব্রাহ্মণকির্তা বাজারের সড়কের পাশে শুক্রবার বাজারের ব্যাগ নড়াচড়া করতে দেখেন এলাকাবাসী। ব্যাগের মুখ খুলতেই দেখা যায় শিশুটিকে। এরপর পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। কোন অভিভাবক না পাওয়ায় মেয়ে নবজাতকটি ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে।
চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা ভালো। এরপরও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শিশুটির ওজন তিন কেজিরও বেশি। অভিভাবকহীন শিশুটির বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।