নলডাঙ্গায় অগ্নিকান্ডে শহীদ সরদার নামের এক দিনমুজুরের বসতবাড়ির চার ঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে দাবী তার। আজ সোমবার দুপুর সাড়ে১২ টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের আচঁড়াখালী গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানাতে পারিনি ক্ষতিগ্রস্ত পরিবার।নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির ও ক্ষতিগ্রস্ত দিনমুজুর শহীদের ছেলে শরীফ উদ্দিন জানান, সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার আচঁড়াখালি গ্রামের দিনমুজুর শহীদ সরদারের বসতবাড়ির চারটি টিনের চালা ঘরে আগুন লাগে। দ্রুত আগুন চারদিক ছড়িয়ে পড়লে নাটোর ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের এক ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রন করেন। এসময় আগুনে চারটি ঘরের নগদ ৬০ হাজার টাকাসহ চাল,গম আসবারপত্র পুড়ে ছাই হয়। এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।