ন
নাটোরের নলডাঙ্গায় আগুনে জয়নাল আবেদিন নামের এক কৃষকের বসতবাড়ির ৬টি ঘরের যাবতীয় পুড়ে ছাই হয়েছে।সোমবার দুপুর ২ টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের মদনহাটের পাবনাপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।বৈদ্যতিক শট সার্কিট থেকে আগুন লেগে মহুর্তের মধ্যে চারদিক ছরিয়ে পড়ে।খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় এক ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রন করে।আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক জয়নাল আবেদিন ও তার স্ত্রী।তাদের চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।আগুনে বাড়ির ৬ টি ঘরের যাবতীয় আসবারপত্র,কৃষি পণ্য পেয়াঁজ,ধান,পাট পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
নাটোর ফায়ার সার্ভিস.নলডাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়,সোমবার দুপুর ২ টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের মদনহাট পাবনাপাড়া গ্রামের কৃষক জয়নাল আবেদিন ও তার ছেলে সবুজের বসতবাড়ির ৬টি ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়।আগুন লাগার খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রন করে।আগুন নেভাতে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক জয়নাল ও তার স্ত্রী গুরুতর আহত হয়।আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফায়ার সার্ভির কর্মিরা নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।অগ্নিকান্ডে বাড়ির ৬টি ঘরের যাবতীয় আসবারপত্র,কৃষি পন্য ধান,পেঁয়াজ,রসুন,পাট ও নগট টাকা পুড়ে প্রায় ১৫-২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।স্থানীয়দের ভাষ্য বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।তবে ফায়ার সার্ভিস কিভাবে আগুন লেগেছে তা সঠিকভাবে বলতে পারেনি।
এর আগে গত ২৩ এপ্রিল বাঁশিলা উত্তরপাড়া গ্রামে আগুনে এক সাথে ২৪টি বাড়ি পুড়ে ছাই হয়।