করোনা ভাইরাসের প্রভাবে নাটোরের নলডাঙ্গায় কর্মহীন আলেম ও ওলামাদের মাঝে নগদ অর্থসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নিজস্ব অর্থায়নে সাড়ে ৭শ’ পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল-রাব্বি, নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম , জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় এমপি বলেন, করোনা ভাইরাস ও দূর্যোগ মোকাবেলায় তার নির্বাচনী এলাকা নলডাঙ্গা উপজেলার প্রতিটি মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জিন ও খাদেমগণের মাঝে তার নিজ অর্থায়নে পবিত্র ঈদ-ঊল-ফিতর’কে সামনে রেখে “খাদ্য সামগ্রী (আতপ চাউল, দেশী চাউল, ডাল, তেল, আলু, চিনি, লাচ্ছা, সেমাই, নুডুলস্ ও বিস্কুট) উপহার” এবং পরবর্তীতে আরও পঞ্চাশ জন খতিব, ইমাম, মোয়াজ্জিন ও খাদেমগণের মাঝে নগদ অর্থ তিনি বিতরণ করেন। প্রধান মন্ত্রীর নির্দেশে তিনি তার নির্বাচনী এলাকার সকলের সাথে রয়েছেন। যে কোন প্রয়োজনে তার সাথে যোগাযোগ করার আহব্বান জানান।