করোনা ভাইরাস প্রতিরোধে নাটোরের নলডাঙ্গা বিভিন্ন বাজার রাস্তা, মসজিদ জীবানুনাশক স্প্রে করেছে সেনাবাহিনী। রোববার দুপুরে নলডাঙ্গা বাজারসহ ৫টি ইউনিয়নের বিভিন্ন সড়ক, মসজিদ সহ বিভিন্ন জীবানুনাশক স্প্রে করেন এবং জনসচেতনায় সামাজিক দূরত্ব বজায় রাখা ও সবাইকে ঘরে থাকার আহব্বান করেন। এ সময় মেজর কামরুল ,উপজেলা চেয়ারম্যান আসাদ্দুজ্জামান আসাদ, উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম,নলডাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাহেব আলী সহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি বলেন,কোথাও যেন জনসমাগম না হয় বা অযথা বাহিরে না বের হয়ে বাড়িতে অবস্থান করে সে বিষয়ে তারা নজরদারি করছেন। মানুষকে করোনা সম্পর্কে বোঝাচ্ছেন তারা। সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনগণকে বাড়িতে নিজে নিরাপদে থাকার ও অপরকে নিরাপদে রাখার পরামর্শ দিচ্ছেন।