নাটোরের নলডাঙ্গায় বাঁশ বোঝায় পাওয়ার ট্রলি উল্টে বাঁশের নিচে চাপা পড়ে জনি আহমেদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার বাসুদেবপুর চকপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত জনি আহমেদ উপজেলার সেনভাগ গ্রামের ডলার আহমেদ ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার বাসুদেবপুর চকপাড়া সড়কে বাঁশবাহী একটি পাওয়ার ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়।এসময় ট্রলির বাঁশের উপর বসে থাকা জনি বাঁশবাহী ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এলাকাবাসী জানায়, বাসুদেবপুর চকপাড়া পাকা সড়কের এক অংশে দীর্ঘদিন সংস্কার না করায় পিচ কাপেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হওয়ায় এ দুর্ঘটনাটি ঘটে। এছাড়াও এই সড়কে মাঝে মাঝেই ছোট বড় দূর্ঘটনা ঘটে।