কেক কাটা,আলোচনা সভা,দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে নাটোরের নলডাঙ্গায় মুজিব জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগের যৌথ আয়োজনে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি আব্দুস শুকুরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মুকু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক এস এম ফিরোজ, পৌর আওয়ামীলীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির,পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাহেব আলী, জেলা পরিষদ সদস্য রউস উদ্দিন রুবেল প্রমুখ।এছাড়া উপজেলা প্রশাসন নানা কর্মসূচির মধ্য দিয়ে মুজিব শতবর্ষ উদযাপন করেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুজিব শতবর্ষ পালিত হয়েছে।