নাটোরের নলডাঙ্গায় নৈশ প্রহরীকে বেঁধে রেখে চারটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। গতরাতে উপজেলার পৌর এলাকার ভিআইপি রোড বাজারে এই ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ করেছে ব্যবসায়ীরা। পরে ব্যবসায়ীরা নলডাঙ্গা পুলিশের কাছে একটি অভিযোগ করেন। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, গতরাত প্রায় ২টা পর্যন্ত ওই বাজারে পুলিশ ডিউটি করেছে। রাতে পুলিশের ডিউটি টিম অন্য দিকে যাওয়ার পর কয়েকজন ডাকাত সদস্য ওই বাজারের নৈশ প্রহরীদের ভয় দেখিয়ে তাদের হাত পা বেঁধে মুখে টেপ লাগিয়ে দেয়। পরে তারা ভিআইপি শাড়ি বিতান,নাজমুল বস্ত্র বিতান,বিসমিল্লা ক্লথ ষ্টোর এন্ড গামের্ন্টস ও রাফা ও তুলি গামের্ন্টসের দোকানগুলোর তালা ভেঙ্গে মালামাল নিয়ে যায়। এতে নগদ দুই লাখ টাকাসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাতদল। এ সময় ডাকাতরা ঐ সকল দোকানের সিসি টিভির হার্ডডিস্ক খুলে নিয়ে যায় এবং বিদুৎ সংযোগ বিছিন্ন করে দেয়। সকালে বাজারের লোকজন নৈশ প্রহরীদের এভাবে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে লুট হওয়া দোকানের মালিকদের ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় সকালে বাজার ব্যবসায়ীরা প্রতিবাদ সভা করে ঐক্যবদ্ধভাবে থানায় গিয়ে পুলিশকে দ্রুত ডাকাতদের খুজে বের করে আইনের আওয়াতায় এনে লুট হওয়া মালামাল উদ্ধারের দাবী জানান। পুলিশ আরো জানায় বাজারের অনেক দোকানেই সিসি টিভি ক্যামেরা বসানো রয়েছে। কিছু সেই সিসি টিভি ক্যামেরা ডাকাত সদস্যরা নষ্ট করে দিয়েছে। তবুও আশেপাশের ক্যামেরাগুলোর ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। আশেপাশের থানাগুলোতে তথ্য পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।