নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সোনাপাতিল নলডাঙ্গা মহিলা কলেজ নতুন ভবনে আমেরিকা প্রবাসীদের সংগঠক নাটোর জেলা এসোসিয়েশন ইউএসএ,ইনকের আয়োজনে এই ত্রান বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম,নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন-অর-রশিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আশরাফুজ্জামান, নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইয়াকুব আলী,নলডাঙ্গা সরকারী শহীদ নজমুল হক কলেজের প্রভাষক এ কে এম রতনুজ্জামান, ছাতারভাগ স্কুল এন্ড কলেজের প্রভাষক মাহবুর রহমান প্রমুখ।সংগঠনটির সভাপতি কামরুজ্জামান বাবু জানান, আমেরিকা প্রবাসী এসোসিয়েশনের নাটোরবাসী সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহফুজা পারভিন মলির প্রচেষ্টায় এ আয়োজন।