নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় বালু বোঝাই ট্রাক ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে ধান মাড়াই মেশিনের চালক রাফি উদ্দিন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চালকের সহযোগি জনি ইসলাম। এ ঘটনায় ট্রাক সহ চালককে আটক করেছে পুলিশ। আজ রবিবার বিকাল ৫ টার দিকে উপজেলার নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মাধনগর বাজে হালতি মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফি উদ্দিন নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোরুজ্জামান ও স্থানীয়রা জানান, বিকালে চালক রাফি ও তার সহযোগি জনি ধান মাড়াই মেশিন নিয়ে মাধনগরের বাজে হালতির মাদ্রাসা মোড় দিয়ে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে উঠছিল। এ সময় নওগাঁর আত্রাইগামী বালু বোঝাই একটি ট্রাকের সাথে ধান মাড়াই মেশিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ধান মাড়াই মেশিনের চালক রাফি উদ্দিনের মৃত্যু হয় এবং তার সহযোগি জনি আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার সহ আহত জনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে বালু বোঝাই ট্রাকসহ ও ট্রাকের চালককে আটক করে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা প্রকৃয়াধীন।