নাটোরে সারাদেশের মতো বুধবার রাত থেকে তীব্র শীতের দাপট চলছে। এ অবস্থায় গরিব খেটে খাওয়া মানুষেরা পড়েছে সবচেয়ে বেশি দুর্ভোগে। শীতের তীব্রতায় রীতিমতো কাঁপছে তারা। গরিব অসহায় মানুষদের দুর্ভোগের কথা ভেবে আজ বৃহস্পতিবার রাতের বেলায় নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়ান ভুজনগাছা গ্রামের জেলে পাড়ায় ও খাজুরা ইউনিয়ানের ডাঙ্গাপাড়া গুচ্ছ গ্রামে কম্বল নিয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব- আল- রাব্বি। দেড় শতাধিক দরিদ্র শীতার্তদের কাছে কাছে গিয়ে তিনি কম্বল উপহার দেন। হাড় কাঁপানো এ শীতে কম্বল পেয়ে আনন্দিত শীতার্তরা। দুঃসময়ে কম্বল নিয়ে শীতার্তদের পাশে যাওয়ায় এরা অনেকেই ইউএনও‘র প্রশংসায় পঞ্চমুখ।
নলডাঙ্গা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিব- আল- রাব্বি বলেন, ‘আমাদের গরম কাপড় আছে বলেই শীত থেকে রেহাই পাচ্ছি। যাদের নেই তারা কিভাবে শীত থেকে রক্ষা পাবে। তাই স্থান স্থানে গিয়ে প্রকৃত শীতার্তের মাঝে সরকারি কম্বল নিজ হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।’ কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন,পিপরুল ইউনিয়ান আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান কলিমুদ্দিন প্রাং কলি, সাংবাদিক আরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন সরদার প্রমুখ।